পদ্মার পানি বৃদ্ধির সাথে সাথে প্রচণ্ড স্রোত ও নাব্যতা সংকটের কারণে মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে বেশ কিছুদিন যাবৎ। এরই মধ্যে মঙ্গলবার রাত ৮টার দিকে বিকল্প ড্রেজিং চ্যানেলে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডুবোচরে আটকে গেলে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। আটকে পড়া ফেরিতে ৫টি যাত্রীবাহী বাস, ৩টি ট্রাক ও ২১টি হালকা পরিবহন এবং প্রায় ২৫টি মোটর সাইকেল রয়েছে। আটকে পড়া ফেরিতে ৩ শতাধিক যাত্রী রাতভর দুর্ভোগের শিকার হন।
পদ্মার দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন। এদিকে ডুবোচরে আটকে পড়া ফেরিটি উদ্ধারের জন্য দুইটি উদ্ধারকারী জাহাজ উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। আজ দুপুর দেড়টা পর্যন্ত আটকে পড়া ফেরিটি উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন বিআইডব্লিইটিসির শিমুলিয়া ঘাটের মেরিন ম্যানেজার আহমদ আলী।
কাঁঠালবাড়ি ঘাটের ম্যানেজার আবদুল আলীম মিয়া জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে বিকল্প ড্রেজিং চ্যানেলে রো-রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ডুবোচরে আটকে আছে। গত রাত থেকেই এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। এতে পদ্মার দুই পাড়ে পারাপারের অপেক্ষায় রয়েছে ৫ শতাধিক যানবাহন।
বিডি প্রতিদিন/ফারজানা