ভারতে বাংলাদেশি পণ্য রফতানির দাবিতে বেনাপোলে বন্দরে আমদানি কার্যক্রম স্থগিত রাখা হয়েছে। বেনাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ এ্যাসোসিয়েশন আজ বুধবার সকাল থেকে প্রতীকী ধর্মঘট হিসাবে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ভারত থেকে বাংলাদেশে আমদানিকৃত সকল পণ্যের আমদানি কাযর্ক্রম বন্ধ রাখে।
স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, ৭ জুন থেকে বেনাপোল বন্দরে পুনরায় আমদানি কার্যকর হলেও ভারত বাংলাদেশ থেকে কোন পণ্য আমদানি করছে না। ফলে ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি বেড়ে যাবে। গত ২৩ দিনে বেনাপোল দিয়ে রেল ও সড়ক পথে প্রায় ৬০ হাজার মেট্রিক টন পণ্যের আমদানি হলেও বাংলাদেশ থেকে এক ভ্যান বাংলাদেশি পণ্য ভারতে রফতানি হয়নি।
বিডি প্রতিদিন/ফারজানা