কোম্পানির প্রতিনিধিকে ধোকা দিয়ে গাজীপুরের কালিয়াকৈর থেকে লুট করে নেওয়া ব্যাটারিসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গাজীপুর পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলো-যশোর জেলার বেনাপোল থানার নারায়ণপুর গ্রামের মো: হাজের আলীর ছেলে ট্রাকচালক বাদশা সরদার (২২), ঢাকা জেলার আশুলিয়া থানার কুরগা নতুনপাড়া গ্রামের মৃত আকরাম হোসেনের ছেলে শাকিল (৩৪), ফরিদপুর জেলার মধুখালী থানার দাড়িরপাড়া গ্রামের মো. ওহাব আলী মোল্লার ছেলে মো: বাবলুর রহমান (৩৮) এবং নীলফামারী জেলার ডিমলা থানার নিজসুন্দরখাতা গ্রামের মাহবুবুর রহমানের ছেলে আলমগীর হোসেন (২৭)।
গ্রেফতারকৃতদের বুধবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার