রংপুরের তারাগঞ্জে রড বোঝাই ট্রাক উল্টে চারজন শ্রমিক নিহত হয়েছে। বুধবার দুপুরে তারাগঞ্জ উপজেলার অনন্তপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় আরো পাঁচ শ্রমিক গুরুতর আহত হন।
নিহতরা হলেন- নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার পাচু মাহমুদের ছেলে খয়রাত হোসেন (৫০), তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের সমসের আলী ছেলে ফরহাদ হোসেন (২৫), একই এলাকার দর্জিপাড়ার ভেরা বানিয়ার ছেলে অনিল চন্দ্র (৪৫) ও দোলাপাড়া এলাকার কচি মাহমুদের ছেলে আবু বক্কর সিদ্দিক (৪৫)। এরা সবাই নির্মাণ শ্রমিক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরের দিকে দিনাজপুর থেকে রড বোঝাই করে রংপুরের তারাগঞ্জ উপজেলার ব্যবসায়ী আতিয়ার রহমানের গুদামে যাচ্ছিল ট্রাকটি। পথিমধ্যে তারাগঞ্জ-বুড়িরহাট সড়কের অনন্তপুর এলাকায় পৌঁছালে হঠাৎ ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। এ সময় ট্রাকের ওপর থাকা শ্রমিকরা রডের নিচে চাপা পড়েন। তাদের উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
তারাগঞ্জ থানার ওসি জিন্নাত আলী ৪ জনের নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ট্রাকের চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার