২ জুলাই, ২০২০ ১৫:০৭

পাটকল বন্ধের প্রতিবাদে দিনাজপুরে বামজোটের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি

পাটকল বন্ধের প্রতিবাদে দিনাজপুরে বামজোটের মানববন্ধন

দেশের রাষ্ট্রায়াত্ত পাটকল বন্ধের প্রতিবাদে দিনাজপুরে মানববন্ধন করেছে বাম গণতান্ত্রিক জোট। বৃহস্পতিবার সকালে দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে ঘন্টাব্যাপী বাম গণতান্ত্রকি জোটের ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে আনোয়ার আলী সরকারের সভাপতিত্বে বক্তারা বলেন, পাটকল দেশের ঐতিহ্য ও ইতিহাসের সাথে জড়িত। পৃথিবীর ৭০ ভাগ পাট বাংলাদেশে জন্মায়। এই পাট শিল্পের সাথে হাজার হাজার শ্রমিক এবং শ্রমিকের পরিবার জড়িত, তাই পাট শিল্প বন্ধের সকল চক্রান্ত ও ষড়যন্ত্র অবিলম্বে বন্ধ করতে হবে। 

বাম গনতান্ত্রিক জোট আয়োজিত মানববন্ধনে ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সিপিবি কেন্দ্রীয় নেতা আলতাফ হোসাইন ও দিনাজপুরের সভাপতি অ্যাডভোকেট মেহেরুল ইসলাম, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, বাসদ নেতা কিবরিয়া  প্রমুখ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/আল আমীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর