৭ জুলাই, ২০২০ ২০:০৮

লাকসামে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি

লাকসামে মুজিববর্ষ উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

সবুজ বৃক্ষ-নির্মল পরিবেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ শীর্ষক প্রতিপাদ্য সামনে  রেখে কুমিল্লার লাকসামে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন ও গাছের চারা বিতরণ করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে গাছের চারা লাগিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা  মো. রেজাউল হক, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মোস্তফাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারিবৃন্দ।

জাতির পিতার জন্মশতবার্ষিকী বিশেষভাবে অর্থবহ করে তুলতে বৃক্ষরোপণ কার্যক্রমে সকলকে এগিয়ে আসার আহবান জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ কে এম সাইফুল আলম। বৃক্ষরোপণ অভিযান-২০২০ সফল করতে ফলদ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ  সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণের পরামর্শ দেন তিনি।  

কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫টি সিআইজি সমিতির সদস্যদের মধ্যে ২টি করে ১০০টি আম গাছের চারা বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর