১১ জুলাই, ২০২০ ২১:৩৭

ঠাকুরগাঁওয়ে পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁওয়ে পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে মানববন্ধন

রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত ও স্বাস্থ্য খাতে দুর্নীতির বিরুদ্ধে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা শাখা।

শনিবার (১১জুলাই) দুপুরে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসূচি পালন করেন তারা।

এসময় উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার সভাপতি সেতারা বেগম ও সাধারণ সম্পাদক রেজুয়ানুল হক রিজু বলেন, রাষ্ট্রায়ত্ব পাটকল বন্ধের সিদ্ধান্ত নেয়ায় এর সাথে জড়িত হাজার হাজার শ্রমিক আজ পথে বসেছে। অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করতে হবে।

এছাড়া স্বাস্থ্য দুর্নীতি করে সাহেদের মত অনেকে পার পেয়ে যাচ্ছে তাদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে। আর ডিজিটাল নিরাপত্তা আইন করে সাধারণ মানুষের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে। তার তীব্র প্রতিবাদ জানিয়ে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিও জানান তারা।

মানববন্ধনে উদীচী শিল্পীগোষ্ঠীর নেতারা ছাড়াও জেলা ছাত্র ইউনিয়ন ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর