শিরোনাম
১৩ জুলাই, ২০২০ ২১:৩৪

নোয়াখালী পুলিশ লাইনে মাছের পোনা অবমুক্ত

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী পুলিশ লাইনে মাছের পোনা অবমুক্ত

নোয়াখালীর পুলিশ লাইন্সের পরিত্যক্ত পুকুর ও লেকে প্রাতিষ্ঠানিক পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচির আওতায় মাছের পোনা অবমুক্ত করলেন জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন। দুপুর ১২ টায় জেলা পুলিশ লাইনের পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করেন তিনি। এ সময় তিনি পুলিশ লাইনে প্রায় সাড়ে ১১ মণ রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন জাতের মাছ অবমুক্ত করেন। 

এ সময় উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিস্যা, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. কাজী আব্দুর রহিম, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান শেখ ও সদর থানা অফিসার ইনচার্জ নবীর হোসেন। 

জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কোন স্থানে যেন খালি পড়ে না থাকে সে জন্য আমরা সকল ধরনের পরিত্যক্ত যায়গা খনন করে সেখানে কিছু লেক তৈরি করেছি। আর সেই লেকগুলো যেন খালি না থাকে সেই উদ্দেশ্যকে সামনে রেখে আমরা প্রতিটি পুকুর লেকে রুই, কাতল, মৃগেল, কালি বাউশ, শরপুটিসহ বিভিন্ন প্রজাতির ৪৪০ কেজি মাছ চাষের উদ্যোগ গ্রহণ করেছি।
 
বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর