১৬ জুলাই, ২০২০ ১৯:৪৯

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, দুই লক্ষাধিক পানিবন্দি

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি, দুই লক্ষাধিক পানিবন্দি

সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। যমুনার পানি সিরাজগঞ্জ পয়েন্টে ৯০ সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ১১৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এতে সিরাজগঞ্জ জেলার ৬টি উপজেলার ৩৫টি ইউনিয়নের ২১৬টি গ্রাম তলিয়ে গেছে। প্রায় ৩৭ হাজার পরিবারের দুই লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। 

বন্যায় পানিবন্দি মানুষের মধ্যে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে। চরাঞ্চলের হাজার হাজার পরিবার পানির মধ্যেই মানবেতরভাবে জীবনযাপন এবং বন্যাকবলিতদের মধ্যে পানিবাহিত রোগ দেখা দিয়েছে।

এদিকে বন্যায় টিউবওয়েল তলিয়ে যাওয়ায় বিশুদ্ধ পানি সংকট দেখা দিয়েছে। কারো কারো ঘরে চুলা জ্বলছে না। যে সকল পরিবার ওয়াপদা বাঁধে আশ্রয় নিলেও সেখানে টিউবওয়েল ও ল্যাট্টিন না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।

এছাড়াও গো-খাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। বন্যায় দুর্বিসহের মধ্যে জীবনযাপন করলেও প্রশাসন বা চেয়ারম্যান-মেম্বার তাদের খোঁজ নিচ্ছেন না। এনিয়ে পানিবন্দি মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। 


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর