ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের সদর উপজেলার তেতুলতলায় ট্রাক চাপায় কলেজ শিক্ষকসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার বেলা দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বরাসুর গ্রামের জাহাঙ্গীর শেখ (৫০)। তিনি চাঁদপুরের একটি কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন এবং অপরজন হলেন চাঁদপুরের সাইফুল ইসলাম (২২)।
করিমপুর হাইওয়ে পুলিশের পরিদর্শক শাহ জালাল জানান, দ্রুতগতির একটি ট্রাক বিপরীত দিক থেকে আসা একটি অটোবাইক, একটি মোটরসাইকেল ও একটি রিক্সাকে চাপা দিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল দুই আরোহীর মৃত্যু হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ