রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফ আল রাজীব।
এর আগে শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে সেনাবাহিনীর রাজবাড়ী অস্থায়ী ক্যাম্পের সদস্যরা অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে রাজবাড়ী থানার মিজানপুর ইউনিয়নের নয়নদিয়া গ্রামে অভিযান পরিচালনা করেন।
অভিযানে নয়নদিয়া গ্রামের মৃত মেছের মন্ডলের ছেলে মো. সাইদুর রহমান মন্ডল (৪৫) ও মৃত কাশেম মন্ডলের ছেলে মো. সবুজ মন্ডলকে (৪০) নিজ বাড়ি থেকে আটক করে। পরে তাদের জিজ্ঞাসাবাদে নয়নদিয়া গ্রামের মাসুম মেম্বারের বাড়ির পেছনের পাটকাঠির গাদার মধ্যে থেকে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করে রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহমুদুর রহমান বলেন, অস্ত্রসহ আটক সাইদুর রহমান মন্ডল ও সবুজ মন্ডলের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক মো. আসাদুজ্জামান বাদি হয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় দুইজনকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল