সদর উপজেলার বাশদহার কয়ারবিল হতে লিয়াকত আলী নামের এক মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় তার পাশে পড়ে থাকা অস্ত্র,গুলি ও মাদকও জব্দ করে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, লিয়াকত আলী একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। কয়ারবিল এলাকায় মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে লিয়াকত আলী মারা যেতে পারেন। তিনি সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত মোসলেম আলী সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, সদর থানা পুলিশ খবর পায় কয়ারবিল এলাকায় দু’পক্ষের মধ্যে গোলাগুলি হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সদর থানার ওসি আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। কয়ারবিল এলাকায় পৌঁছালে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পাওয়া যায়। এছাড়া তার পাশে একটি রিভলবার, দু’রাউন্ড গুলি, একটি হাসুয়া, ৫০ বোতল ফেন্সিডিল ও ২০০ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরও জানান, পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়। তিনি সদর উপজেলার উত্তর তলুইগাছা গ্রামের বাসিন্দা। সদর থানায় তার বিরুদ্ধে দশটি মাদক আইনে মামলাও রয়েছে। মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে কয়ারবিলে দু’দল মাদকব্যবসায়ীর মধ্যে সংঘর্ষ ঘটতে পারে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ