হবিগঞ্জের নবীগঞ্জে ছালেমা বেগম (৪৫) নামে এক নারীকে গলা কেটে হত্যা করেছে ডাকাতদল। নিহত ছালেমা বেগম উপজেলার করঁগাও গ্রামের মিলন মিয়ার স্ত্রী।
রবিবার ভোরে নিজ ঘরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ছালেমা বেগমের মেয়ের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে গলা কাটা অবস্থায় ছালেমা বেগমের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে পাঠায়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, ছালেমা বেগমের শরীরে একাধিক আগাতের চিহ্ন রয়েছে। আমরা তদন্তপূর্বক ঘটনার সাথে জড়িতদের আইনের আওতাধীন নিয়ে আসবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন