বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়া বিতরণ বিভাগের সাবষ্টেশনে বিস্ফোরনে জেলা শহরের অর্ধেকাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ৩ টার দিকে এই ঘটনা ঘটে।
ব্রাহ্মণবাড়িয়া বিতরন বিভাগ-১ এর একজন উপ-সহকারী প্রকৌশলী মশিউর রহমান জানান, সাবষ্টেশনের ১১ হাজার ভোল্টের এক ফেইজের ইনস্যুলেটর বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে পাশের অন্য দুটি শর্ট হয়। এছাড়া প্যানেল এবং ক্যাবলে সমস্যা হয়েছে কিনা তা নিশ্চিত হতে সেখানে এসে পরীক্ষা করে দেখতে শুরু করেন প্রকৌশলীরা। এ ঘটনার পর শহরের ঈদগাহ, পাওয়ার হাউজ রোড, শিমরাইলকান্দি, পৈরতলা উত্তর ও দক্ষিণ, মধ্যপাড়া, দাতিয়ারা, পুনিয়াউটসহ শহরের অর্ধেকাংশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।
প্রকৌশলীরা জানান, ক্যাবল ও প্যানেলে সমস্যা না হলে বিদ্যুৎ আসতে কয়েক ঘন্টা সময় লাগবে। নির্বাহী প্রকৌশলী আবদুল হান্নান জানান, ঘটনার পর থেকেই মেরামতের কাজ শুরু হয়েছে।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ
 
                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        