মাগুরার শ্রীপুর উপজেলার নাকোল গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইজিবাইক চালক মারা গেছেন। তার নাম ইমরান হোসেন (৪১)। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার তদন্ত কর্মকর্তা লিটন কুমার দাস জানান, ইমরান পেশায় একজন ইজিবাইক চালক। রাতে বাড়ি ফিরে তিনি ইজিবাইকটি উঠানের একটি জায়গায় বৈদ্যুতিক চার্জে দিয়ে রাখেন।
পরে সকালে চার্জিং প্লাগ খুলতে গেলে বৃষ্টির কারণে বিদ্যুতায়িত হয়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়।
বিডি-প্রতিদিন/জুনাইদ আহমেদ