৭ আগস্ট, ২০২০ ১৫:৪৬

ধামরাইয়ে বানভাসি ১৫০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ

ধামরাই প্রতিনিধি

ধামরাইয়ে বানভাসি ১৫০০ পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ

ধামরাইয়ে বানভাসিদের ত্রাণ সহায়তা দিচ্ছেন স্থানীয় সাংসদ

ঢাকার ধামরাই পৌরসভার ৯টি ওয়ার্ডে বন্যার পানি প্রবেশ করায় হাজার হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এদের মধ্যে অনেকের অভাব দেখা দেয়ায় আজ শুক্রবার বানভাসি ১৫০০ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার দেওয়া হয়েছে। 

আজ শুক্রবার এই ত্রাণ বিতরণ করেন স্থানীয় এমপি বেনজীর আহমদ ও পৌরসভার মেয়র গোলাম কবির। এ সময় ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, পৌর কাউন্সিলরসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পৌরসভার মেয়র গোলাম কবির জানান, বন্যার পানি পৌরসভার প্রতিটি ওয়ার্ডে প্রবেশ করেছে। যার জন্য পানিবন্দি হয়েছে অনেক পরিবার। আমরা পানিবন্দি এলাকা পরিদর্শন করে বানভাসিদের মাঝে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্যসামগ্রী বিতরণ করেছি। আমাদের খাদ্য বিতরণ অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্থানীয় সাংসদ বেনজীর আহমদ জানান, প্রধানমন্ত্রী বলেছেন দেশে পর্যাপ্ত খাদ্য রয়েছে। তাই বন্যায় পানিবন্দিদের কোনো খাদ্যের অভাব হবে না। সরকার সব সময় তাদের পাশে আছে। আমরা বানভাসিদের খোঁজখবর নিচ্ছি। একই সঙ্গে তাদের খাদ্য সহায়তাও দিচ্ছি।

বিডি প্রতিদিন/এজে

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর