কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার ঐতিহ্যবাহী সোন্দাইল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র-ছাত্রীদের পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে। আগামী ডিসেম্বর (২০২০) অথবা জানুয়ারি (২০২১) মাসের দিকে পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করার উদ্যোগ নেয়া হয়েছে।
জানা গেছে, সোন্দাইল গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী মো. জাকির হোসেন মজুমদার এ উদ্যোগ নিয়েছেন। পুনর্মিলনী অনুষ্ঠানের তারিখ ও সময়সূচি পরে জানানো হবে।
এদিকে পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন করতে সাত সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নিবন্ধন ফি ধার্য করা হয়েছে ১,০০০ টাকা।
মিলনমেলায় অংশগ্রহণেচ্ছুকদের নিম্নবর্ণিত কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগ করে নিজেদের নাম, পিতার নাম, গ্রাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, সোন্দাইল স্কুল হতে এসএসসি পাশের সন, মোবাইল ফোন নম্বর, ফেসবুক/হোয়াটসআ্যাপ আইডি, নিবন্ধন ফি ১,০০০/-(এক হাজার টাকা) এবং এক কপি রঙ্গিন পাসপোর্ট সাইজের ছবি প্রদান বা প্রেরণ করে অতিসত্বর নিবন্ধিত হয়ে নাম অন্তর্ভুক্ত করার জন্য বিনীত অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ করা যাবে- মো. জাকের হোসেন মজুমদার, ফোন : +19292684650 (USA), মো. শামীম হোসেন মজুমদার, চেয়ারম্যান, ফেব্রিক কেয়ার ফ্যাশন লি., নারায়নগঞ্জ, ফোন : 01726-302756, প্রফেসর মো. কাজীম উদ্দিন, বিভাগীয় প্রধান, গণিত বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম, ফোন :01712-197356, প্রফেসর মো. আজিম উদ্দিন, বিভাগীয় প্রধান, বাংলা বিভাগ, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর, ফোন : 01724-694824, মো. ছালেহ উদ্দিন বাবুল, কুমিল্লা শহরের ১ম শ্রেণির বিশিষ্ট ব্যবসায়ী, ফোন :01712-735007, মো. ছায়েদুল হক, প্রধান শিক্ষক, চাটিতলা উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা, ফোন : 01712-107687, মো. হানিফ খোন্দকার, প্রধান শিক্ষক, কান্দাল আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, নাঙ্গলকোট, কুমিল্লা, ফোন : 01726-289994.
বিডি প্রতিদিন/হিমেল