কুড়িগ্রামের ফুলবাড়িতে পারিবারিক বিরোধের জেরে স্বামীর বিরুদ্ধে দা দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারীর ব্যাপারীটারী গ্রামে এ ঘটনা ঘটে।
পরে এলাকাবাসীরা ঘাতক স্বামী নজির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নিহত গৃহবধূর নাম আনোয়ারা বেগম (৪০) এবং তিনি ওই গ্রামের মৃত জহুর আলীর মেয়ে।
পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাতের খাবার শেষে ঘুমাতে যাওয়ার সময় স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে স্বামী নজির হোসেন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা দা দিয়ে তার স্ত্রী আনোয়ারা বেগমের ঘাড়ে কোপ দেন। এতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান আনোয়ারা বেগম।
এ ঘটনায় নজিরের মা নবিজন ও বাবা ইসমাইল হোসেন বাড়ি থেকে পালিয়ে যান। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন নজির হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
এ ব্যাপারে ফুলবাড়ি থানার ওসি রাজীব কুমার রায় জানান, নিহতের মা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ ঘটনার মূল অভিযুক্ত নজির হোসেনকে রাতেই আটক করা হয়েছে।
বিডি প্রতিদিন/ আবু জাফর