গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ইমাদ পরিবহনের একটি বাস থেকে দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার ভাটিয়াপাড়া গোল চত্বর থেকে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান।
পুলিশ জানায়, গোপান সংবাদের ভিত্তিতে ভাঙ্গা হাইওয়ে থানা, গোপীনাথপুর পুলিশ ফাঁড়ি ও কাশিয়ানী থানা পুলিশের যৌথ অভিযানে রাত পৌনে ১টার দিকে সাতটি দেশীয় অস্ত্রসহ সাতজনকে আটক করা হয়। তবে আটক ব্যক্তিদের নাম-পরিচয় নিশ্চিত করেনি পুলিশ।
বাসের সুপার ভাইজার মো. নুরুল ইসলাম জানায়, রাত সাড়ে ১০টার দিকে খুলনার দুটি কাউন্টার থেকে আটককৃত সাতজন যাত্রী ঢাকার উদ্দেশে টিকিট কেটে বাসে ওঠে। কিন্তু তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে ফকিরহাট নেমে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানানো হয়। এরপর পুলিশ ভাটিয়াপাড়া থেকে তাদের অস্ত্রসহ আটক করে।
বিডি প্রতিদিন/এমআই