শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল ও টাঙ্গাইল জেনারেল হাসপাতাল চত্বর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সদর আসনের এমপি ছানোয়ার হোসেন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আতাউল গনি, সিভিল সার্জন মো. ওয়াহীদুজ্জামান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোশারফ হোসেন খান, অতিরিক্ত পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান আনছারী, টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ মো. নুরুল আমিন মিঞা।
এছাড়া বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি সৈয়দ ইবনে সাঈদ, সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পরিচালক সদর উদ্দিন, আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মো. শফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এমআই