‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এ শ্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে বিট পুলিশিং সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
জেলা পুলিশের আয়োজনে আজ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ লাইন্স মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। ১ম দিনে ঝিনাইদহের ৩টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা অংশ নেয়।
কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন পুলিশ সুপার মো. হাসানুজ্জামান। এসময় পুলিশি সেবা জনগণের নিকটে পৌঁছে দিতে পুলিশের করণীয় ও দায়িত্ব সম্পর্কে নানা দিক নির্দেশনা প্রদান করা হয়।
জেলার ৬টি থানা ও ৬৭টি ইউনিয়ন পরিষদ এলাকায় মোট ৮৫টি বিটে বিভক্ত করে ইতোমধ্যে বিট পুলিশিংয়ের কার্যক্রম চালু করা হয়েছে। প্রতি বিটে ১জন করে এসআই ও ১ জন এএসআই এবং ২ জন পুলিশ সদস্য কাজ করছেন।
বিডি প্রতিদিন/ আবু জাফর