নোয়াখালীর সুধারামের খলিফারহাট এলাকার রামহরি তালুক গ্রামে বখাটেদের প্রেমের প্ররোচনার প্রতিবাদে ৭ম শ্রেণির স্কুলছাত্রী শিল্পী আক্তার আত্মহত্যা করেছে। নিহতের পিতার নাম জসিম উদ্দিন। এ ঘটনায় আজ সোমবার সকালে থানায় মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় জানা যায়, একই গ্রামের শাকিলের সাথে স্কুলছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। ঘটনার দিন গতকাল রবিবার (৩০ আগস্ট) রাত সাড়ে আটটায় বাড়ির উঠানে প্রেমিকের সাথে কথা বলতে থাকে। এক পর্যায়ে স্থানীয় বখাটে সোলেমানের নেতৃত্বে চারজন যুবক ঐ স্কুল ছাত্রীর নানা রকম অপবাদ দেয়। এক পর্যায়ে ঐ ছাত্রী ঘরে গিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ঘটনায় মেয়ের মাতা কোহিনুর বেগম বাদী হয়ে বখাটে সোলেমানসহ চারজনের বিরুদ্ধে সুধারাম থানায় মামলা করেছেন। পুলিশ রাতে প্রেমিক শাকিলকে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেয়।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) টমাস বড়ূয়া সত্যতা স্বীকার করে বলেন এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা হয়েছে। তবে শাকিলকে ছেড়ে দেওয়ার কথা স্বীকার করেন তিনি।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ