বাগেরহাটের মোংলা উপজেলায় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও উপহার সামগ্রী বিতরণ করেছে উপজেলা ও পৌর বিএনপি। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল থেকে পৌর এলাকার বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে এসব উপহার বিতরণ করেন পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলী।
এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মান্নান হাওলাদারসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা।
জুলফিকার আলী জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তারেক রহমানের পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা পৌঁছে দেওয়া হচ্ছে এবং প্রতিটি পূজামণ্ডপে উপহার সামগ্রী বিতরণ করা হচ্ছে।
তিনি আরও বলেন, দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা নিশ্চিতে বিএনপির পক্ষ থেকে একটি স্বেচ্ছাসেবক টিমও গঠন করা হয়েছে, যারা নিরাপত্তা ও সহযোগিতায় নিয়োজিত থাকবে।
জানা গেছে, মোংলার ৩৪টি পূজামণ্ডপে পর্যায়ক্রমে এ শুভেচ্ছা ও উপহার প্রদান কার্যক্রম পরিচালিত হবে।
বিডি প্রতিদিন/জামশেদ