রাজধানীর হাতিরঝিল থানাধীন এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় আউয়াল (৬৭) নামে এক রিকশাচালক নিহত হয়েছেন।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে হাতিরঝিল রেড ক্রিসেন্টের অদূরে এ দুর্ঘটনা ঘটে। নিহত আউয়াল গাজীপুরের শ্রীপুর উপজেলার গরমি গ্রামের আব্দুল আজিজের ছেলে।
পথচারী মো. সাগর জানান, প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন আউয়াল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, স্থানীয়রা দুর্ঘটনায় জড়িত প্রাইভেটকারটি আটক করে পুলিশে সোপর্দ করেছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ