‘মুজিববর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার’-এই শ্লোগানকে সামনে রেখে সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ ও যৌতুকমুক্ত সমাজ গড়তে বগুড়ার কাহালু থানায় বিট পুলিশিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার বগুড়ার কাহালু সদর ইউনিয়নে বিট পুলিশিং কার্যালয়ের আনুষ্ঠানিক ভাবে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই কার্যক্রম শুরু করা হয়। বিট পুলিশিং কার্যালয় থেকে সহজেই সাধারণ মানুষ সেবা পাবেন। এছাড়াও এলাকার মাদক, সন্ত্রাস সহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমাতে এবং আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অন্যতম সহায়ক ভূমিকা রাখবে।
কার্যালয় উদ্বোধনকালে কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়া লতিফুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কাহালু সদর ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু সদর ইউনিয়ন বিট পুলিশিং অফিসার এস আই আশিকুর রহমান (আশিক), এস আই মাহাবুব আলম, ইউনিয়নের সহকারি বিট পুলিশিং অফিসার এএসআই জাহিদুল ইসলাম, কাহালু সদর ইউপির সচিব মুঞ্জুরুল হক, ইউপি সদস্য রমজান আলী, শাহজালাল, ফেরদৌস আলম, জিয়াউর রহমান জিয়া, শ্রী নবীন চন্দ্র, শ্রী মনোরঞ্জন, জাফরুল ইসলাম ফিটু, মোহাম্মাদ আলী, মাকসুদুর রহমান বাবুল, মিন্নিকা বেগম, কোহিনুর বেগম, শেফালী বেগম, ইউনিয়ন কাজী আব্দুল গফুর প্রমূখ।
বিডি প্রতিদিন/হিমেল