মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলা গ্রামে একটি ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় ইব্রাহিম (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে রবিবার বিকেলে।
নিহত ইব্রাহিম শিবচরের রিয়াজ উদ্দিন মাদবরকান্দি গ্রামে ফারুক ফকিরের ছেলে।
স্থানীয় ও প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে ইব্রাহিম নামে একটি শিশু রাস্তা পার হচ্ছিল। এসময় দ্রুতগতির একটি অটোরিকশা ইব্রাহিমকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মারা যায় ইব্রাহিম। পরে পুলিশ এসে ইব্রাহিমের লাশ উদ্ধার করে।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান মিয়া জানান, এ ঘটনায় ঘাতক অটোরিকশা চালক আসলাম উদ্দিনকে আটক করেছে পুলিশ। আসলাম ফরিদপুরের সদরপুর উপজেলার বাসিন্দা। এই ঘটনায় পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন