২৫ সেপ্টেম্বর, ২০২০ ১৬:৪৯

বগুড়ায় মসলার গোডাউনে অভিযান, দুই লক্ষাধিক টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় মসলার গোডাউনে অভিযান, দুই লক্ষাধিক টাকা জরিমানা

বগুড়ায় মসলা যথাযথভাবে সরবরাহ না করা ও ব্যবহারযোগ্য সময় উল্লেখ না রাখায় এক মসলা ব্যবসায়ীর ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার বেলা সাড়ে ১১টায় বগুড়া শহরের চেলোপাড়া এলাকার জগদীশ প্রসাদের মসলার গোডাউনে ওই অভিযান পরিচালনা করা হয়। 

অভিযান পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এসময় জেলা পুলিশের সদস্য এবং পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর শাহ আলী অভিযানে সহায়তা করেন।

বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, অবৈধভাবে মসলা প্রক্রিয়াকরণ, যথাযথভাবে সরবরাহ না করা এবং আমদানিকৃত মসলার প্যাকেটে নির্ধারিত মূল্য, ওজন এবং ব্যবহারযোগ্য সময় উল্লেখ না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন এবং স্থানীয় সরকার (পৌরসভা) আইন এই ৩টি মামলায় জগদীশ প্রসাদকে ২ লাখ ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর