২৭ সেপ্টেম্বর, ২০২০ ১৯:৩৩

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষার্থীর মৃত্যু

প্রতীকী ছবি

নেত্রকোনা জেলা শহরের বড় বাজার এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান রহমান নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সে নেত্রকোনা আঞ্জুমান আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল এবং শহরের ঠিকাদার আজাদুর রহমান বাবলুর ছেলে।

রবিবার দুপুরে নিজ ঘরে কম্পিউটারের লাইন লাগাতে গেলে বিদ্যুতায়িত হয় আরমান। পরে পরিবারের লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, আজাদ রহমানের চার মেয়ে এবং এক ছেলে আরমান। দুপুরে খাওয়া-দাওয়া শেষে সে কম্পিটারের লাইন লাগাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে যায়। তাৎক্ষণিক বাসার সকলেই বিদ্যুতের লাইন অফ করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ততক্ষণে সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। 

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার মো. রুহুল আমীন জানান, হাসপাতালে আসার আগেই ছেলেটি মারা যায়। 

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর