বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সাথে সাক্ষাৎ করতে আসা দুই যুবদল কর্মীকে মারধর করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় এক যুবদল নেতার মোটরসাইকেল ভাঙচুর করে তারা।
বুধবার দুপুরে শহরের আলাইপুরে দুলুর বাসায় দেখা করতে আসলে ওই দুই যুবদল নেতাকে মারপিটের ঘটনা ঘটেছে।
এ ঘটনার জন্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু আওয়ামী লীগের কর্মীদেরকে দায়ী করে বলেন, একটি মামলার হাজিরা শেষে তিনি তার বাসায় কিছুক্ষণ অবস্থান করছিলেন। এ সময় সন্ত্রাসীরা তার নেতাকর্মীদেরকে হামলা করেছে। তার বাড়িতে চড়াও হওয়ার চেষ্টা করেছে।
এ ব্যাপারে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমের সাথে কথা বলার জন্য মোবাইলে কল করলে তিনি রিসিভ করেন নি।
বিডি প্রতিদিন/এ মজুমদার