ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৬১টি পূজা মণ্ডপের কমিটির নেতৃবৃন্দের কাছে জি.আর চাল বিতরণ করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গাপূজা যথাযোগ্য মর্যাদায় স্বাচ্ছন্দ্য ও আনন্দময় পরিবেশে উদযাপন উপলক্ষে এ চাল বিতরণ করা হয়।
রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর (ডিডিএম) এই চাল বিতরণ করে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সালমা খাতুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ আলম ফরহাদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন