২১ অক্টোবর, ২০২০ ১৯:২১

বগুড়ায় ৪ আলু ব্যবসায়ীকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় ৪ আলু ব্যবসায়ীকে জরিমানা

বগুড়ায় অধিক মূল্যে আলু বিক্রয় করার অপরাধে জেলা শহরের ৪টি বাজারে অভিযান পরিচালনা করে ২২ হাজার টাকা জরিমানা দণ্ড প্রদান করা হয়। বুধবার সকালে জেলা প্রশাসন থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমানা রিয়াজ ও মো. তাসনিমুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে থানা পুলিশ ও অন্যান্য কর্মকর্তাগণ সহযোগিতা করেন।

অভিযান কালে জেলা শহরের রাজা বাজার, ফতেহ আলী বাজার, বকশীবাজার, কলোনি বাজারে চারটি মামলা দায়ের করেন ভ্রাম্যমান আদালত। কৃষি বিপণন আইন-২০১৮ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মামলা করে পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের ২২ হাজার টাকা জরিমানা দণ্ড করা হয়।
বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তাসনিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিডি প্রতিদিন/ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর