২৪ অক্টোবর, ২০২০ ১৮:১৯

শ্রীমঙ্গলে কুমারী পূজা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল প্রতিনিধি

শ্রীমঙ্গলে কুমারী পূজা অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবের দ্বিতীয় দিন মহাঅষ্ঠমীতে আজ শনিবার শ্রীমঙ্গলে রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়িতে কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। কুমারী দেবী দুর্গার প্রতীকে আট বছরের কন্যা শিশুকে বসানো হয় দেবীর আসনে। 

কুমারী মেয়েকে শুদ্ধতা ও পবিত্রতার প্রতীক হিসেবে মাতৃজ্ঞানে পূজা করা হয়। তবে করোনার কারণে এ বছর সকাল আটটায় পূজা শুরু করে নয়টায় মধ্যে শেষ করা হয়। পূজায় লোকসামগম ছিল একেবারেই কম। স্বাস্থ্য বিধি পালনে মন্দিরে ছিল পুলিশের নজরদারি। এবার দেবীর আসনে বসেছিল পূজা চক্রবর্তী। তার পিতার নাম বিষ্ণু চক্রবর্তী। বাড়ি সুনামগঞ্জের পাগলা। 

রঘুনাথপুর আনন্দময়ী কালীবাড়ি পূজা উৎযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুনিল সূত্রধর বলেন, ‘এ বছর আমরা করোনার কারণে শুরু নিয়ম পালন করেছি। একেবারে ছোট পরিসরে কুমারী পূজা করা হয়েছে।’ 

ওসি আব্দুস ছালেক বলেন, খুব কম সময়ের মধ্যেই কুমারী পূজা শেষ হয়েছে। লোকসমাগম ঠেকাতে ও স্বাস্থ্য বিধি মেনে চলতে পূজা চলাকালীন পুলিশ সদস্য উপস্থিত ছিল। 

বিডি প্রতিদিন/আবু জাফর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর