মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় জুলেখা খাতুন (৪০) ও নুর ইসলাম (৫৫) নামে দুজনের মৃত্যু হয়েছে। এসময় আরও চারজন আহত হয়েছেন।
নিহতরা হলেন-মাগুরা সদর উপজেলার লক্ষীখোল গ্রামের কামরুল ইসলামের স্ত্রী জুলেখা ও মহম্মদপুর উপজেলার গোলাবাড়ি মৌশা গ্রামের মৃত আব্দুর রহমান মৃধার ছেলে নুর ইসলাম।
মাগুরা রামনগর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক রফিক জানান, সোমবার দুপুরে মাগুরা-ঝিনাইদহ সড়কের বারোমাইল এলাকায় ঢাকা থেকে খুলনাগামী একটি পরিবহন মাহেন্দ্রকে (সিএনজি) ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি রাস্তার পাশে খাদে পড়ে ৫ যাত্রী গুরুতর আহত হয়।
আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে আনা হলে সেখানে জুলেখার মৃত্যু হয়। এ ঘটনায় আহত আশরাফুল, বেলায়েত, রুমানা ও মনিরা নামে চার ব্যক্তিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এছাড়া, বিকেলে মাগুরা সদরের বুজরুক শ্রীকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি ট্রাক মাগুরার দিকে আসা একটি সাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে নুর ইসলাম নামে এক ব্যক্তি মারা যান। মরদেহ দুটি মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এমআই
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        