পাবনার ঈশ্বরদী উপজেলার মাঝগ্রামে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ মেইল ট্রেন লাইনচ্যুত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৮টায় এই দুর্ঘটনা ঘটে।
ট্রেনটি মাঝগ্রাম রেলওয়ে স্টেশন ছাড়ার এক মিনিটের মধ্যে আউটডোরে দুর্ঘটনাকবলিত হয়। এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও রাত সাড়ে ৩টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ছিল।
ঈশ্বরদী জিআরপি থানার উপপরিদর্শক (এসআই) রঞ্জন কুমার বিশ্বাস জানান, রাত সাড়ে ৮টার সময় ঢাকা থেকে ছেড়ে চাঁপাইনবাবগঞ্জগামী ফাইভ আপ মেইল ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। ঘটনাস্থলে রেলওয়ের কর্মকর্তা, উদ্ধারকারী টিম ও জিআরপি থানার পুলিশ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোহাম্মদ শাহীদুল ইসলাম জানান, এ পর্যন্ত (বুধবার দিবাগত রাত ৩টা) একটি বগি উদ্ধার করা হয়েছে। আরও দুটি বগি ও ইঞ্জিন উদ্ধারে কাজ চলছে। রেলচলাচল স্বাভাবিক করতে কয়েক ঘণ্টা সময় লাগবে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ