করোনাভাইরাসের প্রভাবে শ্রদ্ধাঞ্জলি আর দোয়া মাহফিলের মধ্য দিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দির পদমদী গ্রামে পালিত হলো বাংলা সহিত্যের দিকপাল, কালজয়ী উপন্যাস “বিষাদ সিন্ধু”র রচয়িতা মীর মশাররফ হোসেনের ১৭৩ তম জন্মবার্ষিকী।
আজ শুক্রবার সাহিত্যিকের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী, রাজবাড়ী জেলা প্রশাসন, বালিয়াকান্দি উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদ সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন মীরের সমাধিস্থলে শ্রদ্ধঞ্জলি প্রদান করেন। শ্রদ্ধাঞ্জলি শেষে সমাধিস্থলে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলা একাডেমীর পক্ষে সাহিত্যিকের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করেন প্রোগ্রাম অফিসার ও মীর মশাররফ হোসেনের স্মৃতিকেন্দ্রর দায়িত্বরত কর্মকর্তা শেখ ফয়সল আমীন, জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সরোয়ার আহমেদ সালেহীন, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, মীর মশাররফ হোসেন সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মুন্সী আমির প্রমূখ।
১৮৪৭ সালের ১৩ নভেম্বর এই দিনে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার গৌরী নদীর তীরে লাহিনীপাড়ায় জন্মগ্রহন করেন মীর মশাররফ হোসেন। ১৯১১ সালের ১৯ ডিসেম্বর রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী গ্রামে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুর পর এখানেই সমাহিত করা হয় তাকে।
উল্লেখ্য, মীর মশাররফ হোসেন বিষাদ সিন্ধু, জমীদার দর্পণ, গাজী মিয়ার গস্তানী, রত্নবতীসহ বসন্তকুমারীর মতো নাটক সৃষ্টি করে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন