ময়মনসিংহের হালুয়াঘাটে পতিত জমি আর গ্রামীণ রাস্তাগুলোর দু’ ধারে মাসকলাই চাষ করছেন কৃষকরা। উদ্বুদ্ধকরণের মধ্যদিয়ে প্রায় বিলুপ্ত হওয়া মাসকলাই চাষ স্বল্প খরচে লাভ বেশি হওয়ায় চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তার ধারে মাসকলাই চাষ করেছে স্থানীয় কৃষকরা। এতে খেতসহ রাস্তার ধার সবুজের সমারোহ হয়ে উঠেছে।
সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার ধুরাইল, শাকুয়াই, বিলডোরা, জুগলীসহ বেশ কিছু ইউনিয়নের গ্রামীণ রাস্তার পাশে কৃষকরা মাসকালাই চাষ করেছেন। এক সময় বছরে দুই একবার আবাদ করা হতো। তবে বর্তমানে ব্যাপকভাবে মাসকলাই চাষ করা হচ্ছে। ফলে পাল্টে যাচ্ছে চাষাবাদের চিত্র। মাসকলাই চাষে সার ও পানির অল্প খরচ হয়। আর মাসকলাই চাষের পর বোরো আবাদের ভালো ফলন হওয়ায় কৃষকরা চাষাবাদের চিত্র পাল্টে ফেলেছেন।
এই সময়গুলোতে বহু জমি পতিত পড়ে থাকতো। কিন্তু এখন সবাই ঝুঁকছেন মাসকলাই চাষে। সবুজের সমরোহে রাস্তার ধারে জেগে উঠা মাসকলাই চাষে এবার এনে দিবে নতুন গতি। সীমান্তবর্তী উপজেলায় ধান চাষের উপর নির্ভরশীল প্রত্যন্তঞ্চলের অন্তত দুই শতাধিক কৃষক আশাতীত লাভবান হবেন ধারণা করা হচ্ছে।
আগামী মৌসুমেও উপজেলার কাঁচা ও পাঁকা রাস্তার ধারে মাসকলাই আবাদ সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের এ বিষয়ে উদ্ধুদ্ধ ও পরামর্শ করা হচ্ছে। নিষ্কাশিত দোআঁশ মাটি মাসকলাই চাষের জন্য উপযোগী। উঁচু থেকে নিচু সব ধরনের জমিতে মাসকলাই চাষ করা যায়। তবে পানি জমে থাকে এমন জমিতে মাসকালাই চাষ করা যাবে না। এ ক্ষেত্রে রাস্তার ধারে উঁচু জায়গা মাসকলাই চাষে খুবই উপযোগী।
উপজেলার ধুরাইল ইউনিয়নের দরাবন্নি গ্রামের কৃষক কাশেম আলী বলেন, জমির সাথে রাস্তা আছে সেখানে চলতি রাপা আমন ধানের বীজ বোপন করার সময় রাস্তার ধারে মাসকালাই এর বীজ ছিটিয়ে দেই। আমরা এতে বিশেষ কোন পরিচর্যা করিনি। তবে ফলন দেখে বাম্পার ফলনের আশা করছি।
মাঝিয়াইল গ্রামের অপর এক গ্রামের কৃষক হাছেন আলী জানান, প্রায় ১০ শতক জমিতে বর্গা নিয়ে মাসকলাই চাষ করেছেন। মাসকলাই চাষে সার ও কীটনাশকের প্রয়োজন পড়ে না। পারিশ্রমিক ও উৎপাদন খরচ ব্যতীত পুরোটাই লাভ হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাসুদুর রহমান বলেন, এ বছর প্রায় ২০ হেক্টর জমিতে মাসকলাই ডাল চাষ করা হয়েছে। ডাল চাষে যেমন আমিষের চাহিদা পূরণ করে অন্যদিকে মাটির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণের পাশাপাশি মাটির উর্বরতা বৃদ্ধি করে। সামান্য খরচে প্রচুর লাভ হওয়ায় দিন দিন কৃষকরা মাসকলাই চাষের দিকে ঝুকে পড়ছে। এ অঞ্চলে এর চাহিদা প্রচুর। ডাল চাষে আগ্রহ বাড়াতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল