ব্রাহ্মণবাড়িয়ায় জীব বৈচিত্র সংরক্ষণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের হালিমা-রউফ চৌধুরী অডিটরিয়ামে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই সেমিনার হয়।
এতে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, আমাদের জীব বৈচিত্রকে বাঁচাতে হবে। বর্তমান সরকার জীব বৈচিত্রকে রক্ষার জন্য কাজ করছেন। তিনি গতকাল
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরও সেমিনারে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, ধর্ম মন্ত্রণালয়ের উপ-সচিব মোঃ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ফরিদ উদ্দিন আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন, ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক মোঃ শাহ আলম।
বিডি প্রতিদিন/হিমেল