ধান চাল ক্রয় কমিটিতে জেলা ও উপজেলা পর্যায়ে কৃষক সংগঠনের প্রতিনিধি সম্পৃক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগ বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা করেছে।
মঙ্গলবার সকালে কিশোরগঞ্জ জেলা কৃষকলীগের সভাপতি আহমেদ উল্লাহ ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চুর নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বর থেকে শুরু হয়ে বিভন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আখতারুজ্জামান শিপন, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেম মাস্টার, সাংগঠনিক সম্পাদক এম এ হানিফ প্রমুখ।
পরে জাতির পিতার রূহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন