ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানা পুলিশ ইয়াবাসহ কৃষক লীগের স্থানীয় সভাপতি ও তার বড় ভাইকে গ্রেফতার করেছে।
গ্রেফতার হওয়া ওই কৃষক লীগ নেতার নাম মজনু রানা (৪৫)। তিনি উপজেলার লাউর ফতেপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এবং তার বড় ভাইয়ের নাম ফয়েজ সরকার (৫০)।
সোমবার সন্ধ্যায় লাউর ফতেপুর থেকে ১০ পিস ইয়াবাসহ দুই সহোদরকে গ্রেফতার করে পুলিশ।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মাদকসহ তাদের গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন