রাঙামাটির কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে অজগর সাপ। রবিবার বিকালে কাপ্তাই উপজেলার জাতীয় উদ্যানের জঙ্গলে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ অজগরটি অবমুক্ত করেন।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এস এম মাহাবুব উল আলম, কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা গঙ্গা প্রসাদ চাকমা এসময় উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় অজগর সাপটিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার রেশম বাগান আশপাশে ঘুরতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে দক্ষিণ বনবিভাগের কর্মকর্তারা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। রাতে সাপটিকে বনবিভাগে নিরাপদে রাখার পর রবিবার বিকালে কাপ্তাই জাতীয় উদ্যানে রেশম বাগানে অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা রফিকুজ্জামান শাহ্ জানান, অজগর সাপটি উদ্ধার করার পর নিরাপদে জঙ্গলে আবার ছেড়ে দেয়া হয়েছে। যাতে সাপটি প্রকৃতির সাথে ভালোভাবে বেঁচে থাকতে পারে। অজগরটি ১২ ফুট দৈর্ঘ্যের ছিল এবং পুরোপুরি সুস্থ ছিল পুরোপুরি সুস্থ ছিল।
বিডি প্রতিদিন/আরাফাত