১ ডিসেম্বর, ২০২০ ২০:৩২

শ্রীপুর পৌরসভা নির্বাচন, মেয়র পদে ৩ প্রার্থী

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

শ্রীপুর পৌরসভা নির্বাচন, মেয়র পদে ৩ প্রার্থী

মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ প্রার্থী আনিছুর রহমান আনিছ (বাঁয়ে) ও শহিদুল্লাহ শহীদের পক্ষে মনোনয়নপত্র জমা দেন বিএনপি।

গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে মঙ্গলবার বিকেল পর্যন্ত মেয়র পদে তিনজন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে। আজ মনোনয়নপত্র জমা দানের শেষ দিন ছিল।

মেয়র পদে প্রার্থীরা হলেন-আওয়ামী লীগ মনোনীত গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বর্তমান মেয়র আনিছুর রহমান আনিছ, বিএনপি মনোনীত শ্রীপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল্লাহ শহীদ এবং ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের ফরহাদ আহমেদ মোমতাজী।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা কাজী ইস্তাফিজুল হক আকন্দ জানান, তিন মেয়র প্রার্থী ছাড়াও বিকেল ৪টা পর্যন্ত সংরক্ষিত নারী ও সাধারণ কাউন্সিলর পদে মোট ৬০ জন প্রার্থীর মনোনয়ন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ কাউন্সিলর পদে মোট ৪৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে মোট ১১ জন প্রার্থী মনোনয়ন জমা দেন। সন্ধ্যা ৫টা পর্যন্ত মনোনয়পত্র জমা নেওয়া হয়।

শ্রীপুর উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২৮ নভেম্বর শ্রীপুর পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়েছে। এটি পৌরসভার চতুর্থ নির্বাচন। পৌরসভার মোট আয়তন ৪৬.৯৭ বর্গ কিলোমিটার।

মোট জনসংখ্যা ২ লাখ ৬০ হাজারের মধ্যে প্রায় অর্ধেক নারী। ভোটার সংখ্যা ৬৭ হাজার ৯৩৫ জন। এর মধ্যে পুরুষ ৩৩ হাজার ৮৩২ ও নারী ৩৪ হাজার ১০৩ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ২৬টি। পৌরসভায় তিনটি সংরক্ষিত ওয়ার্ড এবং ৯টি সাধারণ ওয়ার্ড রয়েছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর