কৃষকের মাঝে খাস জমি বন্দোবস্ত প্রদান, ফসলের নায্যমূল্য দেয়া ও বিনামূল্যে কৃষি উপকরণ প্রদানের দাবিতে নোয়াখালীতে মিছিল ও মানববন্ধন হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় টাউন হল মোড় থেকে একটি মিছিল নিয়ে নোয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন-সমাবেশ করে জেলা সামাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট। এসময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সভাপতি তারকেশ্বর দেবনাথ নান্টু, জেলা বাসদের সদস্য কাজী জহির উদ্দিনসহ অনেকে।
বক্তারা বলেন, দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে। অথচ দেশের কৃষকরা না খেয়ে থাকছে। তারা ভালো উৎপাদন করতে পারছে না, যা করছে তাও দাম পাচ্ছে না। বক্তারা বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে এনে কৃষি খাতে বিনিয়োগের দাবি জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ