৪ ডিসেম্বর, ২০২০ ১৩:১৯

লক্ষ্মীপুর মুক্ত দিবসে বিজয় র‌্যালি

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর মুক্ত দিবসে বিজয় র‌্যালি

৪ ডিসেম্বর লক্ষ্মীপুর মুক্ত দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে নতুন প্রজম্মকে সাথে নিয়ে বিজয় র‌্যালি করেছে মুক্তিযোদ্ধারা।

শুক্রবার সকালে জেলা শহরের সামাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা। 

আমরা ক’জন মুজিব সেনার ব্যানারে এ সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা এ এফ জসীম উদ্দিন আহমদ, সংগঠনের জেলা সদস্য সভা পরিচালনা কারী কুবি মুজতবা আল মামুন, মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী, বসির আহমদ। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা আবু তালেব হালান, মোফাচ্ছের হোসেন চুন্নু, সোহাগ পাটোয়ারী, বাবু,আমজাদ হোসেন আজিম, শুভ, শান্ত পাটোয়ারী রিয়াজ পাটোয়ারীসহ বিপুল সংখ্যক জনতা। 

জানা যায়, ৭১ এর এ দিনে পাকহানাদার মুক্ত হয় লক্ষ্মীপুর। যুদ্ধকালীন সময়ে ১৯টি সম্মুখ যুদ্ধ ও ২৯টি দু:সাহসিক অভিযান পরিচালিত হয় মুক্তিযোদ্ধাদের। এ দিন শহরের বাগবাড়ীতে হামলা চালিয়ে রাজাকারদের আত্মসমর্পণ করাতে বাধ্য করেন স্থানীয় মুক্তিযোদ্ধারা। এ জেলায় ৩৫ জন মুক্তিযোদ্ধা যুদ্ধকালীন শহীদ হন।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর