ঝালকাঠি পৌর এলাকায় ৫০টি রাস্তা ও ড্রেন প্রকল্প কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র এবং ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য আমির হোসেন আমু।
পৌর মেয়র লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্ব প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনীর প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন