জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে খুলনায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা ছাত্রলীগ।
রবিবার সকালে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, আওয়ামী লীগ নেতা এসএম কামরুজ্জামান জামাল।
বক্তারা অবিলম্বে ভাংচুরকারী ও ইতিহাস বিকৃতিকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পরে একটি বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডি প্রতিদিন/ফারজানা