ব্রাহ্মণবাড়িয়া জেলার ৯ উপজেলায় বেতন বৈষম্য দূরীকরণ, ইনসার্ভিস ডিপ্লোমা কোর্স ও ১১, ১২ ও ১৩ গ্রেডের দাবেতে কর্মবিরতি পালন করা হয়েছে। সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণের জেলা স্বাস্থ্য পরিদর্শক ও জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের উদ্যোগে কর্মবিরতিতে সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সমিতির সহ-সভাপতি নীলুফা ইয়াসমিন সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতির আহবায়ক ও সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) এম. আব্দুল বাছেদ। সদর উপজেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ নাজির আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি আরশাদুল ইসলাম, সহকারি স্বাস্থ্য পরিদর্শক কামাল উদ্দিন, বশির আহমেদ, শাহনাজ খন্দকার, অরুণ কুমার পাল, সদর উপজেলা হেলথ্ এসিসট্যান্ট এসোসিয়েশনের সভাপতি মোঃ রুবেল মিয়া, স্বাস্থ্য সহকারি সায়েম মোল্লা, আইরিন চৌধুরী, তাছলিমা খন্দকার, নিলু রাণী ধাম প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল