বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। রবিবার বেলা ১১টায় উপজেলা ও শহর আওয়ামী লীগের অয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মোতালেব তালুকদার। এ সময় আওয়ামী লীগ, মহিলা লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন