কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির নাম জমর উদ্দি (৪২)। ঘটনাটি শনিবার রাতে কুড়িগ্রাম-চিলমারী সড়কের পাশে হামির বাজার নামক এলাকায় ঘটে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে জমর উদ্দি মিয়া তার বাড়ির পাশের সড়ক দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। এসময় চিলমারী থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক্টর এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। পরে পুলিশ রবিবার দুপুরে তার মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করেন। নিহত ব্যক্তি উপজেলার তবকপুর ইউনিয়নের মধ্য বিজয়রাম তবকপুর গ্রামের কলিম উদ্দিনের ছেলে।
এ ব্যাপারে উলিপুর থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার