কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগ। রবিবার জেলার চান্দিনা উপজেলা সদরে এই বিক্ষোভ মিছিল বের করা হয়।
মিছিলে নেতৃত্ব দেন উত্তর জেলা ছাত্রলীগ সভাপতি আবু কাউছার অনিক। এসময় চান্দিনা উপজেলা সভাপতি কাজী ইয়াসিন অভিসহ উত্তর জেলা ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উত্তর জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান সৈকত, চান্দিনা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম আপন, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক রাকিব মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর সরকার ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ তসলিম প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার