টাঙ্গাইলের সখীপুরে আসন্ন পৌরসভার নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী বাছাইয়ের ভোট পদ্ধতি প্রত্যাখ্যান করেছেন মনোনয়ন প্রত্যাশী তিন মেয়র প্রার্থী। রবিবার দুপুরে সখীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এই প্রত্যাখ্যান করেন।
মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি আহমদ আলী, উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ মুহাম্মদ আব্দুল আলীম ও উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর তালুকদার এ সংবাদ সম্মেলন করেন।
লিখিত বক্তব্যে মুহাম্মদ আব্দুল আলীম বলেন, ‘গত ৪ ডিসেম্বর শুক্রবার উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় মেয়র প্রার্থী বাছাইয়ের জন্য এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। আমরা গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় প্রার্থী বাছাই করতে অনুরোধ করি। সাড়ে ৩টার দিকে পৌর আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদককে বাইরে রেখে, তড়িঘড়ি করে পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকের ভোট নেওয়া হয়। গোপন সূত্রে জানতে পারি, মিটিংয়ের আগেই আমাদের না জানিয়ে অন্য দুই প্রার্থীকে এই ভোটিং পদ্ধতি জানানো হয়। যে কারণে ভোটগ্রহণ করতে আমরা সময় চাইলেও কোনো সময় দেওয়া হয়নি। তাই আমরা ওই অগঠনতান্ত্রিক ভোট প্রত্যাখ্যান করেছি। সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে এই অগঠনতান্ত্রিক পদ্ধতি বাতিল করে পুনরায় প্রার্থী বাছাইয়ের জোর দাবি জানাই।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ